Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কবি নজরুল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Link Copied!

মোছা.কাবা কাকলি,কবি নজরুল কলেজ প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে কবি নজরুল সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

 

সোমবার (১৬ জুন) দুপুরে কলেজের খেলার মাঠের পাশে নিম, কৃষ্ণচূড়া ও ঝাউ প্রজাতির গাছের চারা রোপণ করেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

কর্মসূচিতে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম ও সদস্য সচিব নাজমুল হাসান। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

 

এ সময় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবং এই ধারাবাহিকতা আরো কিছুদিন ধরে চলবে।

 

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন ক্যাম্পাসে অনেক গাছ কেটে ফেলা হয় তখন আমরা পরিবেশকে বাসযোগ্য রাখতে বর্ষা মৌসুমে অনেকগুলো গাছ লাগানোর ঘোষণা দিয়েছিলাম। আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির পাশাপাশি আমাদের নিজস্ব পরিকল্পনাও ছিল। ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে সামনে আরও গাছ লাগানো হবে। আশা করি, আবার ক্যাম্পাসে চিরসবুজ ফিরে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।