Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

তাপস কুমার মজুমদার, ভোলা
জুন ২৪, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার মজুমদার, ভোলা

ভোলা সদর উপজেলায় ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা।

 

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, ভোলা সদর উপজেলা শাখা।

 

অ্যাসোসিয়েশনের ভোলা জেলা শাখার সভাপতি মোঃ কামাল উদ্দিন, সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আরাফাত রহমানসহ নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন, অথচ তাঁরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার।

 

তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, স্নাতক বা সমমান শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ ও পদোন্নতির ধারাবাহিকতা রক্ষা করে উচ্চতর গ্রেড প্রদান।

 

তারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।