Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বজ্রপাতে মাদরাসা ছাত্র নি*হত, আহত ৩

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
জুন ২৬, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম, নড়াইল

নড়াইলের সদর উপজেলার চাঁদপুর গ্রামে বজ্রপাতে জাবেদ বিশ্বাস মিঠুল (২০) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬জুন) সকাল সাড়ে ১১ টার দিকে শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে এছাড়া পৃথক বজ্রপাতে দু’জন নারীসহ ৩ জন আহত হয়েছে। নিহত মিঠুর বিশ্বাস চাঁদপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। সে স্থানীয় জুড়ালিয়া মাদরাসার আলিম বিভাগের ১ম বর্ষের ছাত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে মিঠুল বিশ্বাস ও তার বাবা আমিনুর বিশ্বাস তাদের বাড়ির পাশে জমিতে আগাছা পরিষ্কার করতে যায়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে মিঠুল গুরুতর আহত হয় এবং তার বাবা আমিনুর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিঠুল কে মৃত ঘোষণা করেন।

এ দিকে একই দিনে পৃথকস্থানে বজ্রপাতে আহত হয়ে আরো দু’জন নারী সদর হাসপাতালে ভর্তি হয়েছে । আহতরা হলেন চাঁদপুর গ্রামের লাভলী বেগম (৩৮) ও নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার লিলি বেগম (৬০)।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সোহেলী জামান জানান, মিঠুল নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। এছাড়া আহত বাকী আহতরা আশঙ্কামুক্ত রয়েছেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম দুপুরে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।