নওগাঁ জেলাপ্রতিনিধি
নওগাঁর বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেনকে নওগাঁ সদর থানা পুলিশ এবং বদলগাছী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তাকে আটক করে।
জানা যায়, বেলা পৌনে ১২ টার দিকে সদর ইউনিয়ন পরিষদের চারদিকে অবস্থান নেয় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে সে তার অফিস থেকে বেরিয়ে পূর্ব-উত্তরে বাঁধের নিকট পৌঁছালে পুলিশ তাকে সেখান থেকে আটক করে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে নওগাঁ সদর থানার ওসির সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।
এবিষয়ে নওগাঁ সদর থানার ওসি মো. নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. আনোয়ার হোসেনকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।