Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বাসায় রহস্যজনক চুরি

নওগাঁ প্রতিনিধি
জুন ২৭, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের বাসিন্দা ও বলিহার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোল্লা আবু নাসের আহমেদ (৬৭) এর বাসায় রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে, যা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জানাজানি হলে রাতেই মহাদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ মোল্লা আবু নাসের আহমেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে অধ্যক্ষ মোল্লা আবু নাসের আহমেদ এবং তার স্ত্রী মোছা. পারভীন আক্তার বানু জরুরি কাজে তাদের নওগাঁর বাসায় চলে যান। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেল অনুমান ৫টার দিকে তারা বাড়িতে ফিরে এসে দেখেন যে, ঘরের পরপর তিনটি দরজার ছিটকানি ভাঙা। তাদের শোয়ার ঘরে রাখা স্টিলের আলমারির ছিটকানিও ভেঙে ফেলা হয়েছে। সেখান থেকে অধ্যক্ষের নিজের নামীয় সম্পত্তির কাগজপত্র, নগদ ৮৫ হাজার টাকা এবং স্বর্ণের গহনা চুরি হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মোল্লা আবু নাসের আহমেদ ও তার স্ত্রী জানান, ঘটনার দিন তারা ব্যক্তিগত কাজে নওগাঁর বাসায় ছিলেন এবং তাদের বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে দুর্বৃত্তরা তালা ভেঙে নগদ টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং জমির কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা এই বিষয়ে বলেন, “এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাবেক অধ্যক্ষ। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।