শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাট জেলাব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে চিতলমারীতে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার ২৪ জুন থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জেলা ব্যাপী সর্বত্মক লকডাউন ঘোষণা করেছেন।
এর অংশ হিসেবে চিতলমারী উপজেলার বিভিন্ন পয়েন্টে ও সড়ক পথে ব্যারিকেট দিয়ে এই লকডাউন মানতে সকলকে বাধ্য করছেন প্রশাসন। লকডাউন চলাকালীন সময় জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বাইরে বের হতে নিষেধ করছেন উপজেলা প্রশাসন।
এসময় সরকারী আইন অমান্য করে সংক্রমক আইন ভঙ্গকরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোঃ লিটন আলী ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা ২৬ টি মামলায় ৭ হাজার ৯শ’ ৫০টাকা জরিমানা করেছেন ।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসকের জারি করা লকডাউন বাস্তবায়ন করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী নবধারা কে জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকি এড়াতে জেলা প্রশাসকের নির্দেশে চিতলমারীতে কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা কঠোর বিধি নিষেধ আরোপ করছি। সরকারী এই আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে জেল জরিমানাসহ কঠোর আইন প্রয়োগ করা হবে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                