Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টে জরিমানা

Bayzid Saad
জুন ২৪, ২০২১ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ছয়টি মামলায় দশ হাজার ছয়’শ টাকা জরিমানা ও নগদ আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন গত বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মোল্লাহাটের দারিয়ালা, নাশুখালি ও জয়ডিহিসহ বিভিন্ন বাজার ঘুরে এ মোবাইল কোর্ট পরিচালনা ও নগদ জরিমানা করেন।

করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক ব্যবহার না করা, চা দোকানে আড্ডা দেয়াসহ তাস-লুডু খেলা এবং বিভিন্ন অপরাধে মোট ৬’টি মামলা/কেসের মাধ্যমে এ জরিমানা করেন তিনি। এছাড়া এসময় তিনি অনেকের মাঝে মাস্ক বিতরণ করেন।

উল্লেখ্য, মোবাইল কোর্টর উপস্থিতি বুঝতে পেরে নাশুখালি বাজারের কয়েকটিসহ বিভিন্ন চা দোনের আড্ডাবাজ ও তাস-লুডু খেলোয়াড়রা দিক-বিদিক দৌঁড়ে/ছুটে পালায়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন নবধারা কে জানান, এ অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। যদি কেউ এর আওতায় আসে তা হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।