Nabadhara
ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় ট্রাকচা/পায় মোটরসাইকেল চালক নি’হত, স্ত্রী গুরুতর আহত

ঝিনাইদহ প্রতিনিধি
জুন ৩০, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার ভাটই বাজার এলাকায় ট্রাকচাপায় গোলাম বারী মন্ডল (৬০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম বারী মন্ডলের বাড়ি শৈলকুপা উপজেলার বেষ্টপুর গ্রামে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতের সময় মোটরসাইকেলযোগে স্ত্রী রাফেজা বেগমকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন গোলাম বারী। পথে ভাটই বাজার এলাকায় পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক গোলাম বারী মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হন।

 

স্থানীয়রা আহত রাফেজা বেগমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আবু বক্কার।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় কুমার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।