Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: তদন্তে পিবিআই, তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং

Link Copied!

উত্তম শর্মা,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি আশা রানী রায়ের মৃত্যুর ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরে পিবিআই তদন্তে নেমেছে।

 

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে দিনাজপুর পিবিআইয়ের এডিশনাল ডিআইজি মো. মাহফুজ জামান আশরাফ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার, অফিসার ইনচার্জ আব্দুল গফুর ও পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ।

এর আগে একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর মারা যান ১৯ বছরের আশা রানী। এ ঘটনায় সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ।

 

এদিকে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ক্লিনিকের কার্যক্রম ও অনুমোদন সংক্রান্ত জটিলতা উঠে এসেছে বলে জানা গেছে। তিনি আরও বলেন, ইয়াসমিন ইসলাম একজন এফসিপিএস দ্বিতীয় পর্বে অধ্যয়নরত চিকিৎসক। তার অভিজ্ঞতার ঘাটতির কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। একজন অভিজ্ঞ গাইনি সার্জনের উপস্থিতি ছাড়া অপারেশন করা নিয়মবহির্ভূত এবং রোগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি তদন্তে উঠে এলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” ডিআইজি আশ্বস্ত করেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।