কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ সিদ্দিকসহ সকল শহীদের স্মরণে মাছের পোনা অবমুক্ত করেছে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ছাত্রদল। মঙ্গলবার (১ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. ইমরুল কায়েস এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী বর্দ্দিন। আরও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন সদ্দার, সহযোগী শিক্ষক মো. আবু বক্কর, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মাসুদ পারভেজ, প্রভাষক মো. জাকির ও মো. মেহেদী হাসান রাকিব, থিয়েটার অ্যান্ড মিডিয়া বিভাগের প্রভাষক মো. মোস্তফা আমিন এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মো. ফেরদৌস হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবদুল্লাহ সিদ্দিকীর মা, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ মো. জাকির হাসান ও মো. ওমর হাওলাদার।
এছাড়া ছাত্রদলের এই আয়োজনে অংশ নেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সাবেক আহ্বায়ক সদস্য মো. আসাদুল ইসলাম, ছাত্রদল নেতা মো. জিয়াউল ইসলাম, মো. জিয়াউল হক, মো. রিয়াজুল আলম প্রমুখ।
ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকের আয়োজন। আমরা শহীদদের স্মরণ করছি এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধের বার্তা দিচ্ছি।”
ছাত্রদলের এই উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির বার্তাও দেওয়া হয়।