Nabadhara
ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুজিব সড়ক মসজিদ মহল্লার শতাধিক পরিবার পানিবন্দি

যশোর প্রতিনিধি
জুলাই ২, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের মুজিব সড়ক সংলগ্ন মসজিদ মহল্লার শতাধিক পরিবার এখন পানিবন্দি। অকেজো ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার কারণে একটু বৃষ্টি হলেই দূর্ভোগ নেমে আসছে এ এলাকার বাসিন্দাদের মধ্যে। কারো উঠানে কারো ঘরে হাটু পানি। আর এই পরিস্থিতি থেকে উত্তরণে বারবার পৌরসভাকে অবহিত করা হলেও কার্যকরি ব্যবস্থা নেয়া হচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, শহরের মুজিব সড়ক সংলগ্ন পঙ্গু হাসপাতালের উত্তর পাশের পশ্চিমমুখি ৮ ফুটের বাইলেন রাস্তা। এই বাইলেন টি মূল সড়ক থেকে অনেক নিচু হওয়ায় বর্ষার পানি দিনের পর দিন আটকে থাকে। ফলে নোংরা পানির দূর্গন্ধে জনদুর্ভোগ চরমে ওঠেছে। সবাইকে হাঁটু পানি ভেঙে চলাচল করতে হয়। এ অবস্থা প্রায় দেড় যুগ ধরে চলছে। সম্প্রতি দুদিন আগে যে বৃষ্টি হয়েছে তাতে ভয়াবহ অবস্থায় সময় কাটাচ্ছেন শতাধিক পরিবারের সহস্রাধিক সদস্য। এ অবস্থা থেকে পরিত্রাণে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যশোর পৌরসভাকে অনেকবার লিখিত অভিযোগ দেয়া হয়। কিন্তু পৌরসভা থেকে বারবার সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে সমস্যাটির সমাধানের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। সমস্যাটি এখন এতটাই গুরুতর যে এখানে কোনো ভাড়াটিয়া আসতে বা থাকতে চাচ্ছেনা। বাচ্চাদের স্কুল যাতায়াতে বিঘ্ন ঘটছে। মুরুব্বীদের মসজিদ যাতায়াতেও চরম বিঘ্ন ঘটছে। অপরদিকে এ জলাবদ্ধতায় এলাকাবাসী বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।এ অবস্থায় দ্রুত রাস্তাটি উঁচু করে এবং ড্রেনেজ ব্যবস্থার সমাধান করলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্ত হবে।
ওই এলাকার বাসিন্দা নাসিমা মালেক নিরু জানান, এলাকাবাসীর পক্ষে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলুদ্দীন রাস্তা সংস্কারের দাবিতে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি। গুরুত্ব দেয়া হচেছনা অজ্ঞাত কারণে। এলাকার কয়েকটি রাস্তা হয়ে গেলেও সবচেয়ে নিচু রাস্তাটির কাজ হাতেই নিচ্ছেনা পৌরসভা। ওই মহল্লার মানুষগুলো সত্যি বড় কষ্টে আছেন। দ্রুতই প্রতিকারের দাবি করেন তিনি।

 

যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, ওই এলাকার লোকজন জলাবদ্ধতা নিরাসনের দাবিতে আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছে। দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।