জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুর সদর উপজেলার কলাখালীতে স্বর্ণ ব্যবসায়ী নেপাল মজুমদারকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নির্যাতন এবং সাদা দলিল ও ব্যাংক চেকে স্বাক্ষর রেখে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ইতোমধ্যে দু’জন আসামিকে গ্রেপ্তার করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ জুন দুপুরে কলাখালীর পুখুরিয়া বাজারে নিজ দোকান থেকে স্থানীয় সন্ত্রাসী সাব্বির আহমেদ কাজীর নেতৃত্বে অন্তত ১২-১৩ জনের একটি দল নেপাল মজুমদারকে অপহরণ করে। পরে তাকে স্থানীয় এক বাগানে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করা হয়।
নেপাল মজুমদার জানান, সন্ত্রাসীরা তার কাছে প্রথমে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তার স্ত্রী অপর্ণা মজুমদার ও মেয়ে তমা মজুমদারের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করে এবং তাদের জিম্মি করে কৃষি ব্যাংকের চেক বইয়ের কয়েকটি পাতায় এবং সাদা দলিলে স্বাক্ষর নেয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “ব্যবসায়ী নেপাল মজুমদারের দায়ের করা মামলার ভিত্তিতে এখন পর্যন্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।