Nabadhara
ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে বিএনপি নেতার সহযোগিতায় দলে ঢোকার চেষ্টা আওয়ামীলীগ নেতার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই ২, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাদের অনেকেই এলাকায় ফিরতে শুরু করেছেন। দীর্ঘদিন পালিয়ে থাকা এসব নেতাকে পুনর্বাসনে সহযোগিতার অভিযোগ রয়েছে স্থানীয় বিএনপির প্রভাবশালী কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকা লেনদেনসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিনিময়ে এসব আওয়ামী নেতাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন তারা। তবে বিএনপির জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা এ অভিযোগ অস্বীকার করছেন না। তারা বলছেন, প্রমাণসাপেক্ষে যে কোনো অপকর্মের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, নলুয়া ইউনিয়নে আওয়ামী লীগের নেতা জামাল চৌধুরীকে এলাকায় পুনর্বাসনে সহায়তা করছেন তার ভাই ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক কামাল চৌধুরী। এ কাজে কিছু অর্থকড়ি লেনদেন হয়েছে।

 

অভিযোগ রয়েছে, বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলার আসামী আওয়ামী রাজনৈতিক দলের সক্রিয় কর্মী হলেন নলুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল চৌধুরী। দীর্ঘ ১৫-১৬ বছর তিনি সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান মিরনের একনিষ্ঠ লোক হিসেবে আওয়ামী লীগের দলীয় সকল কর্মসূচিতে সক্রিয় ছিলেন। এছাড়াও তিনি নলুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসম ফিরোজ আলম খানের সাথে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলাকালীন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

 

এ বিষয়ে নলুয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক কামাল চৌধুরী বলেন, ‘দলের কোনো কোনো নেতা আওয়ামী লীগের লোকদের দলে ভিড়ানোর জন্য সহযোগিতা করছে- এ কথা সত্য। আমার বিরুদ্ধেও এমন অভিযোগ আছে। আপনারা তদন্ত করে দেখুন অভিযোগ ঠিক কি-না।’

 

উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান তার দলের কয়েক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন। তবে তিনি বলেন, বিএনপি ওই নেতাকর্মীরা ভুল বুঝতে পেরে আগের অবস্থান থেকে সরে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।