Nabadhara
ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে বিএনপির উদ্যোগে ২১ হাজার ৬শত চারা বিতরণ

Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

“সবুজে বাঁচি, গাছ লাগাই”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজন করেছে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতরণ করা হয়েছে ২১ হাজার ৬০০ ঔষধি ও ফলজ গাছের চারা।

 

বুধবার (২ জুলাই) সকাল ১০টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।

 

প্রধান অতিথির বক্তব্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক বলেন, “এই কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি সামাজিক দায়িত্ব পালনের অংশ। প্রত্যেকের উচিত অন্তত একটি গাছ রোপণ করা।”

 

চারা বিতরণ করা হয় উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায়। মেহগনি, লেবু, পেয়ারা, রেইনট্রি, অর্জুন, বহেড়া, চিকরাশিসহ নানা প্রজাতির গাছের চারা হাতে হাতে পৌঁছে দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দারাও নিজ উদ্যোগে চারা রোপণে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, ছাত্রদলের সাবেক নেতা তোছাদ্দেক হোসেন তোছা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য কৃষিবিদ আনোয়ারুল ইসলাম বাবু, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

স্থানীয়দের মতে, এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ রাজনৈতিক দলের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে। বিশেষজ্ঞরাও মনে করেন, পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর এ ধরনের কার্যক্রম দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ভূমিকা রাখতে পারে।

 

পরিবেশ সুরক্ষার এই কার্যক্রম বিরামপুরে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।