Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এক যুগ পর চালু হলো ধামরাইয়ের ট্রমা সেন্টার: স্থানীয়দের মাঝে স্বস্তি

ধামরাই, ঢাকা প্রতিনিধি (মিলন সিদ্দিকী)
জুলাই ৩, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ধামরাই, ঢাকা প্রতিনিধি (মিলন সিদ্দিকী)

দীর্ঘ এক যুগ বন্ধ থাকার পর অবশেষে চালু হতে চলেছে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রমা সেন্টার। গত ২ জুলাই, ২০২৫ তারিখে  স্বাস্থ্য উপদেষ্টার স্বামী আসাদুজ্জামান  ট্রমা সেন্টার মেরামতসহ চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এলে এই সুখবর নিশ্চিত হয়। তার পরিদর্শনে কাজের অগ্রগতি দেখে স্থানীয়দের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে।

পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টার স্বামী, পাশে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

পরিদর্শনকালে আসাদুজ্জামান সঙ্গে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী। জানা গেছে, ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী এই উপজেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছেন, যার মধ্যে ট্রমা সেন্টার মেরামত অন্যতম। তার প্রচেষ্টাতেই এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি আবার আলোর মুখ দেখছে।

 

ধামরাইয়ের ট্রমা সেন্টার চালু হওয়ায় অত্র এলাকার বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। সড়ক দুর্ঘটনায় আহত এবং জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন এমন রোগীদের জন্য এই ট্রমা সেন্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতদিন ট্রমা সেন্টার বন্ধ থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হতো এবং দ্রুত চিকিৎসার অভাবে অনেক সময় জটিলতা বাড়তো। এখন এই সেন্টারটি চালু হওয়ায় দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হলো, যা স্থানীয়দের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করলো।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ট্রমা সেন্টারটি চালু হওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা, আধুনিক চিকিৎসা সুবিধার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগ স্বাস্থ্য খাতের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।