নিজস্ব প্রতিবেদক,নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ তোফাজ্জেল হোসেন (৪০) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত তোফাজ্জেল হোসেন একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে। বুধবার (২জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এঘটনা ঘটে। এসময় কাঠমিস্ত্রীর সহযোগী সুরুত আলী (৩৫) আহত হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কাঠমিস্ত্রী তোফাজ্জেল হোসেন রঘুনাথপুর গ্রামের মইনুল শিকদারের বাড়িতে টিনের ঘরের কাজ করছিলেন। অসাবধানতাবশত একটি টিন বিদ্যুৎতের তারের ওপর গিয়ে পড়লে কাঠমিস্ত্রী তোফাজ্জেল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার সহযোগী সুরুত আলী কে উদ্বার করে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৩জুলাই) সকালে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।