Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধকে ঝাড়ুপে/টা ও টুপি খুলে মাথায় মল দেওয়ার অভিযোগে উত্তাল বাকেরগঞ্জ, থানায় অ’ভিযোগ দায়ের

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 
জুলাই ৩, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের বাকেরগঞ্জে এক বৃদ্ধকে প্রকাশ্যে ঝাড়ুপেটা করে এবং টুপি খুলে মাথায় মল ঢেলে অপমান করার ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী ও তৌহিদী জনতা। ঘটনার ভিডিও বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

জানা গেছে, গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লাল মিয়া হাওলাদার (৭০) একই এলাকার বাসিন্দা। তিনি বুধবার (৩ জুলাই) দুপুরে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসাননগর মাদ্রাসা সংলগ্ন একটি রাস্তার উন্নয়নকাজে বালু ফেলার খরচ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছিল। এসময় লাল মিয়া ও আব্দুর রশিদ হাওলাদারের মধ্যে তর্কাতর্কি হয়, যা পরে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মীমাংসা করা হয়।

তবে বিকেলের এই ঘটনার জের ধরেই সন্ধ্যায় লাল মিয়া হাওলাদার বাড়ি ফেরার পথে পূর্ব কৃষ্ণনগরের ওহাব মুসুল্লির বাড়ির সামনে হামলার শিকার হন। অভিযুক্তরা হলেন—আব্দুর রশিদ হাওলাদারের পুত্রবধূ রেকসোনা বেগম, নুরবানু বেগম এবং তার নাতি সাজিম হাওলাদার। অভিযোগে বলা হয়, রেকসোনা ও নুরবানু ঝাড়ু দিয়ে বৃদ্ধকে মারধর করে, পরে সাজিম তার মাথার টুপি খুলে পলিথিনে রাখা মলমূত্র ঢেলে অপমানজনক আচরণ করে।

বৃদ্ধ লাল মিয়া হাওলাদার বলেন, “আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। গোসল ছাড়া কখনো টুপি খুলি না। আমার সঙ্গে যা করা হয়েছে, তা শুধু আমাকে নয়, আমার ধর্মীয় বিশ্বাস ও মানসিকতাকেও অপমান করা হয়েছে। আমি এর ন্যায়বিচার চাই।”

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর মুসলমানদের ধর্মীয় প্রতীক টুপি অপমানের বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন স্থানে প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “বৃদ্ধকে অপমান ও নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।