যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে পড়ে দুই বছর বয়সের আতাউর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে (২ জুলাই) দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসছিল।
শিশু আতাউর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দুইটার দিকে আতাউরকে খাওয়ানোর পর তার মা রান্না করতে যায়। এ সময় শিশুটি বাড়ির মধ্যে খেলা করছিল। কিছুদিন সে হাঁটতে শিখেছে। খেলার কোনো এক সময়ে বাড়ির পাশে জলিল মোল্লার পুকুরে পড়ে ডুবে যায়। রান্না শেষে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে রাতে পুকুরের পানিতে আতাউরকে ভাসতে দেখে চিৎকার দেন। এ সময় প্রতিবেশিরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এছাড়া কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের লোকজনের জিম্মায় দেওয়া হয়েছে।