Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন: দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জ’রিমানা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ৩, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. মাসুম আলী। অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন ও কুমারখালী থানা পুলিশ।

 

অভিযান সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র ছাড়াই এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনার দায়ে বাঁশগ্রাম বাজারের ‘নিউ সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর মালিক নুর ইসলামকে ১০ হাজার টাকা এবং ‘শচীন মিষ্টান্ন ও দধি ভাণ্ডার’-এর মালিক শচীন বিশ্বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষা ও ভোক্তা অধিকারের নিশ্চয়নে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”

 

স্থানীয় বাসিন্দারা ভোক্তা অধিদপ্তরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ নিলে খাদ্যদ্রব্যের মান উন্নত হবে এবং জনসাধারণ স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।