Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শার্শার উলাশীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর ম’র্মান্তিক মৃ’ত্যু, গ্রামে শোকের ছায়া

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুলাই ৩, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটি পুকুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মদিনা খাতুন (২) নামে এক নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত মদিনা স্থানীয় বিএনপি কর্মী মোঃ রবি ইসলাম রবির কন্যা।

 

বুধবার (৩ জুলাই) বিকেলে বাড়ির পেছনে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজ শুরু করে পরিবার। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মদিনাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 

এ ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশী থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক মহল—সকলেই মদিনার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

 

শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে বিকেল ৫টার দিকে তাদের বাড়িতে ছুটে যান শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহীদ। তিনি বলেন, “একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের নয়, বরং গোটা সমাজের জন্যই অপূরণীয় ক্ষতি। আমরা পরিবারটির পাশে ছিলাম, আছি এবং থাকবো।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হযরত আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

গ্রামবাসীদের মতে, সদা হাস্যময় মদিনা সবার প্রিয় ছিল। তার হঠাৎ এমন চলে যাওয়া যেন পুরো জনপদকে স্তব্ধ করে দিয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় শিশুটিকে। পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার আকাশ-বাতাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।