মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ডিগ্রী কলেজে গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট মোঃ শিরন আলম এবং বিদ্যোৎসাহী সদস্য আনিছুর রহমানের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুলাই) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনিযুক্ত সভাপতি ও সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা, কাটলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নাজির হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির বাদশা প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন, যা পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট মোঃ শিরন আলম বলেন, “এই দায়িত্বকে আমি একটি পবিত্র আমানত হিসেবে দেখছি। কলেজের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুস্থ একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানটি কলেজের উন্নয়ন ও নতুন নেতৃত্বের অঙ্গীকারে এক নতুন প্রত্যাশার দ্বার উন্মোচন করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।