সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
তরুণ প্রজন্মকে সুস্থ, সচেতন ও অপরাধমুক্তভাবে গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আত-তাক্বওয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. মোশারেফ হোসেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীর নয়, মনও সতেজ রাখে। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাদের সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে খেলাধুলার চর্চা বাড়াতে হবে।”
অনুষ্ঠানে কদমতলী কলেজপাড়া ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে আত-তাক্বওয়া সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াবিদ ও তরুণ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
মোশারেফ হোসেন আরও বলেন, “যুবসমাজকে গড়ে তুলতে হলে তাদের সঠিক পথ দেখাতে হবে। খেলাধুলা তাদের সেই পথেই পরিচালিত করে, তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী হতে হবে।”