Nabadhara
ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কাউন্সিলে শ্রমিকলীগ নেতার উপস্থিতি, তৃণমূলে ক্ষোভের ঝড়

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে সরকার দলীয় শ্রমিকলীগ নেতার উপস্থিতি ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। দুমকি উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি খলিল শরীফের গলায় ডেলিগেট কার্ড ঝুলিয়ে বিএনপির নেতাদের সঙ্গে ছবি তোলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দলে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক।

 

গত ২ জুলাই অনুষ্ঠিত কাউন্সিলে এই ঘটনা ঘটে। দলীয় একাধিক সূত্র জানায়, অনেক ত্যাগী বিএনপি নেতা-কর্মী ডেলিগেট কার্ড না পেলেও ক্ষমতাসীন দলের এক নেতাকে সেই সম্মাননা দেওয়া হয়েছে—এ ঘটনায় তৃণমূলে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন।

 

জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন,

“যিনি এই লোককে অতিথি কার্ড দিয়েছেন তাকে খুঁজে বের করে তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি রইলো জেলা বিএনপির কাছে। আমরা কাউকেই ছাড় দিবো না। দয়া করে দলকে প্রশ্নবিদ্ধ করবেন না, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করলে বাপকেও ছাড় দিবো না।”

 

দলীয় সূত্র মতে, খলিল শরীফ ২০২৪ সালের সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সক্রিয়ভাবে লাঠি হাতে মিছিল ঠেকাতে মাঠে ছিলেন। সেই ব্যক্তি বিএনপির কাউন্সিলের ডেলিগেট হলে, প্রশ্ন উঠেছে—তাকে কারা সুযোগ করে দিল?

 

এ বিষয়ে দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন,

“বিষয়টি আমার চোখে পড়েনি। তবে তদন্ত করে কারা কার্ড দিয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো।”

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন বলেন,

“এতো বড় প্রোগ্রামে কে কোথা থেকে এসেছে তা জানা বা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তবে এটি অনাকাঙ্ক্ষিত ও অসাংগঠনিক ঘটনা। আমরা অচিরেই তদন্ত কমিটি করে দোষীদের খুঁজে বের করার চেষ্টা করবো।”

 

এই ঘটনায় জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতারা কী পদক্ষেপ নেন, এখন সেদিকেই তাকিয়ে আছে তৃণমূলে অসন্তুষ্ট নেতাকর্মীরা। তারা চান, দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে যেন আর কোনো ছাড় না দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।