মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মুরাদ হোসেন কালা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুবোধ চন্দ্র বর্মণ জানান, গ্রেফতার হওয়া মুরাদ হোসেন কালা ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন কাশিমনগর এলাকার আব্দুল মান্নান ওরফে মান্নু মিয়ার ছেলে। অভিযুক্ত মুরাদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ এপ্রিল (২০২৫) গৃহবধূকে তিন লাখ টাকা ঋণ করিয়ে দেওয়ার কথা বলে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ডেকে নেয় মুরাদ। পরে ফারুক হোসেন নামের তার এক বন্ধুর বাসায় নিয়ে গিয়ে ফারুকের সহায়তায় ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তে অভিযান চালিয়ে আসছিল।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে যৌথ অভিযানে টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মুরাদ হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”