মো. সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর ফ্রান্স শাখার কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নজমুল হক-এর বাংলাদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের ৩য় তলায় অবস্থিত বাসক সিলেট বিভাগীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডা. জসিম উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসক-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় চেয়ারম্যান জনাব সুহেল আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, “বিগত সময়ে ফ্যাসিবাদী শক্তির হাতে দেশের ১৮ কোটি মানুষ জিম্মি ছিল। মানবাধিকার লঙ্ঘনের সেই অধ্যায় আর যেন ফিরে না আসে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসক কেন্দ্রীয় সদস্য জহির চৌধুরী, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বেলাল, সহ-সাধারণ সম্পাদক এনামুল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. জিল্লু রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, শেখ আজিজুল হক সুজা, মনিরুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক খোকন আহমদ, সদস্য ছাইফ খাঁন ও আলী আহমদ।
সভাপতিত্ব করেন বাসক সিলেট বিভাগের সহ-সভাপতি শিব্বির আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক সবুজ আহমেদ এবং টুডে সিলেট ২৪ ডটকম-এর নির্বাহী সম্পাদক শাহান আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন—হাবিব আহমদ, আরিয়ান খান, এমাদ আহমদ, ইসলাম উদ্দিন সুমন, আরজু মিয়া, সামসুল ইসলাম, এনাম উদ্দিন, রেজাউল করিম এবং এমদাদুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে নজমুল হককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান।