Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

Bayzid Saad
জুন ২৬, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় নিরিবিলি পিকনিক স্পটের সামনে থেকে ৩ হাজার ৭ শত ৬৫ পিচ ইয়াবাসহ সাজ্জাদুর রহমান সেলিম (৪০) ও ইউনুচ মোল্যা (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছ লোহাগড়া থানা পুলিশ।

শনিবার (২৬ জুন) ভোর রাতে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। আটকটকৃত সাজ্জাদুর রহমান সেলিম সদর উপজেলার মহিষখোলা গ্রামের আলী হোসেন মোল্যার ছেলে এবং ইউনুচ মোল্যা কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী গ্রামের জাহেদ আলমের ছেলে।

শনিবার দুপুরে লোহাগড়া থানা ভবনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা জানান, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর নির্দেশনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন এর নেতৃত্বে এসআই সুমন হাওলাদার এবং এএসআই বিল্লাল হোসেনসহ সঙ্গীয় পুলিশ টিম থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ওই দিন ভোর রাতে নড়াইল- কালনা মহাসড়কের নিরিবিলি পিকনিক স্পটের প্রধান গেটের সামনে দুজন ব্যক্তি সিএনজি গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ওই দুজনকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তিতে ঘটনাস্থলেই সাজ্জাদুর রহমান সেলিম এর পরিহিত জিন্সের প্যান্টের পকেট থেকে ১৯ শত পিচ এবং ইউনুস মোল্যার প্যান্টের পকেট থেকে ১৮শত ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, গ্রেফতারকৃতদের নামে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাললা নং-২৬। গ্রেফতারকৃত সাজ্জাদুর রহমান সেলিমের নামে মাদক মামলা সহ ৭ টি মামলা রয়েছে। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।