Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ‘ময়ূরাক্ষী’ পুকুরে অতিথি পাখির আগমন: প্রকৃতি আর সংস্কৃতির মিলনমেলা

মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)
জুলাই ৮, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ‘ময়ূরাক্ষী’ পুকুর এখন শুধু একটি জলাশয় নয়, এটি পরিণত হয়েছে প্রকৃতি, স্থাপত্য এবং সংস্কৃতির অপূর্ব মিলনস্থলে। সম্প্রতি এই পুকুরে অতিথি হয়ে এসেছে এক জোড়া বালি হাঁস ও তাদের ১৭টি ছানা—যা স্থানীয়দের নজর কেড়েছে।

 

২০২৪ সালের ৩০ জুলাই উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের উদ্যোগে শুরু হয় পুকুরটির সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। তাঁর দেওয়া ‘ময়ূরাক্ষী’ নামটি আজ স্থানীয়দের মুখে মুখে। উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তরের সম্মিলিত সহযোগিতায় গড়ে উঠেছে একটি আধুনিক ও প্রাণবন্ত পরিবেশ।

 

চারপাশে সাজানো হয়েছে শিশুদের খেলার জায়গা, হাঁটার রাস্তা, ফুল ও ফলজ গাছ, এবং স্নিগ্ধ আলোকসজ্জা। দক্ষিণ পাশে নির্মিত হয়েছে মুক্তমঞ্চ, পাশে রয়েছে উপজেলা শিল্পকলা একাডেমির ভবন, অফিসার্স ক্লাব এবং মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

 

শুধু সৌন্দর্যই নয়, জীববৈচিত্র্যেও সমৃদ্ধ হচ্ছে এই এলাকা। পুকুরে এখন বড় দেশি মাছ ছাড়াও দেখা যাচ্ছে ডাহুক, শালিকসহ নানা পাখি। সন্ধ্যায় খেজুরগাছের ওপর ঝলমলে আলোর মাঝে ভেসে বেড়ায় প্রশান্তির আবেশ।

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর ও নিরাপদ জায়গা বিরামপুরে আর নেই। বিভিন্ন জাতীয় দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের পরিবেশনায় জমে ওঠে প্রাণের উৎসব।

 

পুকুরপাড়টি এখন সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির আওতায়। দর্শনার্থীদের ‘সংযত আচরণ’-এর অনুরোধ জানিয়ে উপজেলা প্রশাসন সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এই সৌন্দর্য ও জীববৈচিত্র্য উপভোগে।

 

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন জানান, “ভবিষ্যতে আরও বেঞ্চ, ক্যাফে ও শিশুদের জন্য খেলার সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা রয়েছে, যাতে এটি হয়ে ওঠে মানুষের বিনোদনের আধুনিক কেন্দ্র।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।