Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে যমুনার ভাঙনরোধে এলাকাবাসীর মানববন্ধন

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি 
জুলাই ৮, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি 

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর ভাঙন রোধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় সাপধরী ইউনিয়নের কটাপুর বাজারসংলগ্ন কোদালধোঁয়া ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে কটাপুর, কোদালধোঁয়া, রাজারপুর, রায়েরপাড়া, জিগাতলা এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। বক্তৃতা করেন স্থানীয় বকুল খান, মাসুদ মাস্টার, রহমান, শহিদ মণ্ডল, হামিদুল ইসলামসহ অনেকেই।

 

বক্তারা বলেন, যমুনার দক্ষিণ পয়েন্টে সাপধরী ইউনিয়নের কটাপুর থেকে রায়েরপাড়া পর্যন্ত দুই কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙনে প্রতিনিয়ত ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে অন্তত ৫টি গ্রামের ২০ হাজার মানুষের বসতবাড়ি, ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ২টি ঈদগাহ মাঠ এবং একাধিক ব্রিজ-কালভার্ট।

 

এ অবস্থায় জরুরি ভিত্তিতে ভাঙনরোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

 

মানববন্ধন শেষে একটি স্মারকলিপিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দেওয়া হয় বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।