নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার বড়গাতি গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতি গ্রামে অভিযান চালিয়ে আসলাম শেখ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের ইদ্রিস শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সেনা ক্যাম্প ও সদর থানার পুলিশ যৌথভাবে আসলাম শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার নিজ ঘর তল্লাশি করে ৩৬৬ পিস ইয়াবা, ৮২০ গ্রাম গাঁজা, তিনটি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ ৪২ হাজার ১২০ টাকা এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে আসলাম শেখকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, “আটক আসলাম শেখের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।