Nabadhara
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধ বেনাপোল বন্দর, ঝুঁকিতে পণ্য-উদ্ধারে নেমেছে প্রশাসন

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুলাই ৯, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

বৃষ্টির পানিতে ডুবে আছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের একাধিক এলাকা। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা, ফলে ঝুঁকিতে পড়েছে বন্দরে রাখা হাজার হাজার কোটি টাকার আমদানি-রপ্তানির পণ্য।

 

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোল রেলস্টেশন নির্মাণকাজের অংশ হিসেবে পুরনো কালভার্টগুলো বন্ধ করে দেওয়া হয়। আগে যেসব পথ দিয়ে বৃষ্টির পানি দ্রুত সরে যেত, সেগুলো আটকে থাকায় এবার ভারী বর্ষণেই বন্দরের ভেতরে জমেছে膨 জলাবদ্ধতা। এতে করে বন্দরজুড়ে কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা।

 

এ অবস্থায় বুধবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে বন্দর হ্যান্ডলিং শ্রমিকরা কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানালে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মো. মামুন কবির তরফদার। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজির হাসানকে সঙ্গে নিয়ে তিনি বন্দরের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। পরবর্তীতে বেকু (খননযন্ত্র) দিয়ে বন্ধ হয়ে থাকা কালভার্টের সামনে জমে থাকা মাটি কেটে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়।

 

বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, “রেলস্টেশনের নির্মাণকাজের কারণে পানি যাওয়ার পুরনো পথ বন্ধ হয়ে গিয়েছিল। ইউএনও স্যারের সহযোগিতায় সেই কালভার্টগুলো পুনরায় খুলে দেওয়া হচ্ছে। আশা করি, পানি দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হবে। এতে করে পণ্যের আর কোনো ক্ষতি হবে না।”

 

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. শহিদ আলী বলেন, “বন্দরে পানি জমে থাকায় শ্রমিকরা কাজ করতে পারছে না। এতে পণ্যগুলোও ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছি।”

 

ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন বন্দরের সহকারী উপপরিচালক কাজী রতন, প্রকৌশল বিভাগের উপপরিচালক মোছা. রোকসানা খাতুন, উপসহকারী প্রকৌশলী খোরশেদ আলম, ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

 

বন্দরে জরুরি ভিত্তিতে পানি অপসারণের কাজ চললেও সংশ্লিষ্টরা বলছেন, একবারের সমাধান যথেষ্ট নয়—জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করাই এখন সময়ের দাবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।