গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামে দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতার অবসান ঘটিয়ে প্রশংসায় ভাসছে উপজেলা প্রশাসন। স্থানীয় শতাধিক পরিবার যখন পানি বন্ধী অবস্থায় দুর্বিষহ দিন কাটাচ্ছিল, তখন তাদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের একটি খালে প্রভাবশালী ব্যক্তি মজিবর রহমান অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেন। এতে বর্ষার টানা বৃষ্টিতে পানি জমে শতাধিক পরিবারের বসতবাড়ি ও চলাচলের পথ পানিতে তলিয়ে যায়। এলাকাবাসীর বহু অনুরোধেও বাঁধ অপসারণে রাজি হননি তিনি।
পরিস্থিতি চরমে পৌঁছালে এলাকাবাসী লিখিতভাবে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন থানার পুলিশের একটি দলসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির নির্দেশে খালের বাঁধ অপসারণ করা হয়। এতে অবশেষে পানি প্রবাহ স্বাভাবিক হয় এবং গ্রামবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন,
“জনগণের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই এবং সত্যতা পাওয়ার পর ইউএনও স্যারের নির্দেশনায় খালের বাঁধ কেটে দেওয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এলাকাবাসী উপজেলা প্রশাসনের এই সাহসী ও মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা মনে করছেন, এই উদ্যোগ শুধু জলাবদ্ধতা নিরসনই নয়, বরং প্রশাসনের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।