Nabadhara
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে এক কোটি টাকার মালামালসহ সাত ডাকাত গ্রে ‘ফতার

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
জুলাই ৯, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত হ্যামকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ সংঘটিত ডাকাতির ঘটনায় প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে সাতজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।

তিনি জানান, গত ৪ জুলাই গভীর রাতে ফকিরহাট টাউন নওয়াপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির গুদামে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নিরাপত্তারক্ষীদের বেঁধে ফেলে প্রায় ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ১ টন কপার ও আড়াই টন কপার ক্যাবল লুট করে নেয়। এসব মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ২ লাখ ১০ হাজার টাকা।

ঘটনার পর বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ জুলাই চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ডাকাতিকৃত মালামালসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

আটক ডাকাতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।