Nabadhara
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় প্রবাসীর বাবা ও স্ত্রীকে শ্বা’সরো’ধে হ’ত্যা

আজাহার আলী, বগুড়া
জুলাই ৯, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

আজাহার আলী, বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ায় সৌদি প্রবাসীর বৃদ্ধ বাবা ও স্ত্রীকে নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার জিয়ানগর লক্ষ্মীমণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—আফতাব আলী (৭০) ও তার পুত্রবধূ রিভা আক্তার (৩২)।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে কোনো এক সময় আফতাব আলীকে দড়ি দিয়ে এবং রিভা আক্তারকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাদের হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আফতাব আলী একজন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক। তার বড় ছেলে শাহজাহান আলী সৌদি আরব প্রবাসী এবং ছোট ছেলে ঢাকায় বসবাস করেন। শাহজাহানের স্ত্রী রিভা তাদের দুই সন্তান—নীরব (৭) ও মালিহা (৫) কে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন।

স্বজনদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান আফতাব ও রিভা। পরদিন সকালে নাতনি মালিহার কান্নার শব্দে স্থানীয়রা ছুটে গিয়ে মরদেহ দুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, আফতাব আলীর সঙ্গে জমি-জমা নিয়ে প্রতিবেশীদের বিরোধ ছিল। আবার কেউ কেউ এটিকে পরকীয়া কিংবা ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পিত হত্যা বলেও সন্দেহ করছেন। নিহতদের ঘরের আসবাবপত্র তছনছ করা অবস্থায় পাওয়া গেছে এবং কয়েক লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি স্বজনদের।

ঘটনার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।