মো. আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া
সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পাকা দোকান নির্মাণ করছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। অভিযোগ উঠেছে, ফজলু মিয়ার ছেলে রাহাত মিয়া নামের ওই ব্যক্তি সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চারটি সাটারযুক্ত দোকান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
বুধবার (৯ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আঁখিতারা জামে মসজিদের সামনে নির্মাণাধীন দোকানগুলোর কাজ জোরেশোরেই চলছে। স্থানীয়দের অভিযোগ, এতে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও রাহাত মিয়ার প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছে না।
জানা গেছে, এর আগেও সরাইলের সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অবৈধ দখল বন্ধে নির্দেশ দিলেও তা অমান্য করে তিনি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা খন্দকার মাইন উদ্দিন আহমেদ জানান, “আমি দোকান নির্মাণ বন্ধ করে দিয়ে এসেছি। কিন্তু রাহাত মিয়া আমাদের বাধা উপেক্ষা করে রাতে গোপনে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রিপোর্ট পাঠানো হয়েছে।”
অভিযুক্ত রাহাত মিয়া দাবি করেন, “আমি আমার নিজের জায়গায় দোকান নির্মাণ করছি।” তবে কাগজপত্র দেখাতে অনিচ্ছা প্রকাশ করে বলেন, “আমি কেন আপনাকে কাগজপত্র দেখাব?”
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে সরকারি জায়গা দখলমুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।