Nabadhara
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মা দ ক ও চো’রাচালান পণ্য জ’ব্দ

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
জুলাই ৯, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিনভর বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, থ্রি-পিস, টু-পিস, চকলেট, সিটি গোল্ডের আইটেম, বিভিন্ন ধরনের ওষুধ এবং কসমেটিক্সসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজকের অভিযানে আমরা উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও জানান, “পাচারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।