রবিউল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি
“ফল গাছ লাগান পরিবেশ বাঁচান,আসুন সবাই মিলে বৃক্ষরোপন করি,সবুজ পৃথিবী গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সংস্থার অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি উপলক্ষে আলোচনা সভায় উক্ত সংস্থার সভাপতি গোলজার সরকার রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দীন আহমেদ খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নছোয়া কিন্ডার গার্টের এন্ড হাইস্কুলের পরিচালক শাহজাহান মিয়া।
এ সময় প্রধান অতিথি বলেন,পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থার এমন উদ্যোগ প্রশংসার দাবীদার, সমাজের ভাল কাজে আরো ভূমিকা রাখবে এই সংস্থা এমনটাই আশা করছি আমরা। সংস্থার সভাপতি গোলজার সরকার রাজিব বলেন,আমরা এই সংস্থার মাধ্যমে অনেক দিন থেকেই সামাজিক কাজগুলো করে আসছি,শুধু পলাশবাড়ী নয় আগামীতে দেশ ব্যাপী আমাদের সংস্থার পক্ষ থেকে সামাজিক কাজগুলো কবরো,এ সময় সবার সহযোগিতা আশা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক রিপন শেখ,কোষাধ্যক্ষ মিজানুর রহমান,প্রচার সম্পাদক রাজু আহমেদ,সদস্য ডলার মিয়া,পলাশবাড়ী ব্লাড ডোনার সোসাইটির পরিচালক সাগর ইসল্মমসহ অনেকে। শেষে রাস্তার পাশে গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দসহ সংস্থার সদস্যরা।