Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষের কাজ করছেন পিয়ন

যশোর প্রতিনিধি
জুলাই ১০, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হাসান ফারুকের দায়িত্বহীনতা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিজেকে খোলার সরকারি নির্দেশনা থাকলেও তিনি তা না করে পিয়ন আবুজারকে দিয়ে করাচ্ছেন।
এইচএসসির মতো একটি পরীক্ষার প্রশ্নপত্রের কাজ একজন পিয়নের ওপর চাপিয়ে দেওয়ায় খোদ শিক্ষকরাই অধ্যক্ষের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।

নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক শিক্ষক-কর্মচারীর জানান, চলতি এইচএসসি পরীক্ষা চলাকালীন অধ্যক্ষ স্যার সময় মতো কলেজে না এসে পিয়ন আবুজারকে দিয়ে ব্যক্তিগত মোবাইল ফোনটি পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেন। এই ফোনের এসএমএস অনুযায়ী পিয়ন আবুজারের সহায়তায় প্রশ্নপত্র ওপেন করা হয়। যা পরীক্ষা আইনের চরম লঙ্ঘন। নিয়ম অনুযায়ী অধ্যক্ষকে স্বশরীরে উপস্থিত থেকে বোর্ড কর্তৃক পাঠানো সেট কোডের এসএমএস দেখে পরীক্ষা কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রশ্নপত্র ওপেন করা। কিন্তু সেই কাজটিই করছেন অধ্যক্ষের পিয়ন আবুজার। যা নিয়ে পরীক্ষা কমিটির সদস্যরা চরমভাবে ক্ষুব্ধ।
সূত্র জানিয়েছে, যেসব পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র পিয়নের মাধ্যমে ওপেন করা হয়েছে। কোনো পরীক্ষার দিনে অধ্যক্ষ সঠিক সময়ে কলেজে উপস্থিত হননি। এ নিয়ে কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা অবিলম্বে দায়িত্বহীন এই অধ্যক্ষকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।

 

অধ্যক্ষ নাজমুল হাসান ফারুক বলেন, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকার কারণে পরীক্ষার সময় ঠিকমতো কলেজে উপস্থিত থাকতে পারছেন না। এ কারণে মোবাইল ফোনটি পিয়ন আবুজারের মাধ্যমে পরীক্ষা কমিটির কাছে পাঠান।’

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, ‘অধ্যক্ষ হচ্ছেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রতিটি পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে অধ্যক্ষকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকা বাধ্যতামূলক। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অধ্যক্ষের ব্যক্তিগত মোবাইল ফোনে বোর্ড থেকে প্রশ্নপত্র সংক্রান্ত সেট কোডটি পাঠানো হয়। সেই এসএমএস দেখে তিনি নিজে পরীক্ষা কমিটির সদস্যদের উপস্থিতিতে প্রশ্নপত্রের সিলগালা করা খামটি ওপেন করবেন। এরপর প্রশ্নপত্রটি পরীক্ষা কক্ষে সরবরাহ করার কথা।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।