Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে রাস্তার গাছ কাটা নিয়ে অপপ্রচার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

Link Copied!

উত্তম শর্মা,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কোমড়পুর গ্রামের নন রেকর্ড ভুক্ত রাস্তার ইউক্যালিপটাস গাছ কাটা নিয়ে সাম্প্রতিক একটি ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা ও অপপ্রচার।

এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মো. আল-আমিন বলেন, গাছ কাটার ঘটনার সঙ্গে আমার বা আমাদের সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। একটি স্বার্থান্বেষী মহল আমাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই নিশ্চিত করেছেন যে তারা আমাকে চিনেন না বা ঘটনাস্থলে আমাকে দেখেননি। অথচ আমার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ধরণের মিথ্যাচার ও কুৎসা রটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।

মো. আল-আমিন বলেন, আমরা বিশ্বাস করি, সত্যের জয় হবেই। যারা অপপ্রচারে লিপ্ত, তারা একদিন জনসম্মুখে মুখোশচ্যুত হবে। প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থাও গ্রহণ করব।

এ সময় জেমিয়ন রায় গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সুজালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মালিকানাধীন রাস্তার পাশে কিছু ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া অপপ্রচার চালানো হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে আমাদের জনকল্যাণমূলক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, এই গাছ কাটার সঙ্গে আমার বা আমাদের সংগঠনের কোনো ধরনের ব্যক্তিগত বা সাংগঠনিক সম্পৃক্ততা নেই। স্থানীয়রাও জানিয়েছেন যে আমি শুধু পরামর্শ দিয়েছি। একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাচি উক্ত সংগঠনের সদস্য হওয়ায় আমি প্রশাসনের কাছ থেকে পরামর্শ নিয়েছি—এটিকে অপরাধ হিসেবে দেখানো দুঃখজনক।

উল্লেখ্য,ইউক্যালিপটাস গাছ কাটার ঘটনাটি ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যেও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে তদন্ত দাবি করেছেন সচেতন নাগরিকরা।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবু বক্কর সুমন, মো. ইয়াছিন ইসলাম আবির, কাউছার আহমেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।