ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৩টায় ঘোড়াঘাট পৌর বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের হোসেন সাদ্দাম এবং সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ রকি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. সাঈদ আহমেদ। প্রধান বক্তা ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আবুজার সেতু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, ঘোড়াঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোনোয়ার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ছানোয়ার, মো. ইমরান, মো. মাছুদ, সদস্য সচিব মো. ইফতারুল ইসলাম ধলু, ছাত্রনেতা জিসান প্রমুখ।
আলোচনা সভা শেষে ছাত্রদলের সদস্যদের মাঝে কলম ও খাতা তুলে দেন ঘোড়াঘাট পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর ছাত্রদল সভাপতি মো. সজিব কোবির।
নেতারা বলেন, ছাত্রদলকে আরও সংগঠিত ও কার্যকর করতে তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই সদস্য ফর্ম বিতরণ কর্মসূচি চালু করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান আয়োজকরা।