জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরের দুই মাধ্যমিক বিদ্যালয়ে এবছর এসএসসি পরীক্ষার ফলাফল শূন্য, কারণ শিক্ষার্থীরা পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে বরিশাল বিভাগের ১৬টি বিদ্যালয়ের তালিকা থেকে এই দুটি বিদ্যালয়ের নাম জানা যায়।
বিদ্যালয় দুটি হলো—পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ভান্ডারিয়া উপজেলার মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয়।
সূত্রে জানা গেছে, জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১২ জন এবং মধ্য চড়াইল মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন শিক্ষার্থী প্রস্তুতির জন্য রেজিস্ট্রেশন করেছিল। তবে, প্রকৃতপক্ষে পরীক্ষায় অংশ নেয় মাত্র ১০ জন, এবং সবাই ফেল করে।
অভিভাবকরা অভিযোগ করেছেন, বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত ক্লাস না নেয়ায় শিক্ষার মান মারাত্মকভাবে কমে গেছে। স্থানীয়রা বলছেন, এমপিওভুক্ত হওয়ার পরেও বিদ্যালয় দুটিতে শিক্ষকদের অবহেলার ফলে পড়ালেখার অবস্থা শোচনীয় হয়ে দাঁড়িয়েছে।
জুজখোলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম হালদার জানান, “আমাদের সব ছাত্রীরা বিবাহিত, তাই তারা নিয়মিত ক্লাসে আসতে পারেনি। এর ফলে লেখাপড়ার সংকট দেখা দিয়েছে।”
অন্যদিকে, মধ্য চড়াইল বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেছেন, “গ্রামীণ পরিবেশের কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না এবং বাড়িতে পড়াশোনাও করে না।”
পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী জানিয়েছেন, “এ বিষয়ে আমরা এখনও কোনো নির্ভরযোগ্য তথ্য পাইনি, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এভাবে, শিক্ষার অভাব ও অবহেলার ফলে পরাধীনতা কাটিয়ে উঠার দৌঁড়ে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে, যা এলাকার শিক্ষার মানের ওপর খারাপ প্রভাব ফেলছে।