Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষায় ফেল করায় বাকেরগঞ্জে দুই শিক্ষার্থীর আত্মহ/ত্যার চেষ্টা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 
জুলাই ১০, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যার চেষ্টা করেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুই কিশোরী শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে পৃথক সময় ও স্থানে কীটনাশক পান করে তারা আত্মহত্যার চেষ্টা করে।

 

আহত দুই শিক্ষার্থী হলো তনী আক্তার (১৬) ও মুরসান আক্তার (১৬)। তনী বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের এবং মুরসান চামটা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

 

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে তনী ও মুরসান অকৃতকার্য হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তারা। তনী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ করে বিষমুক্ত করেন।

 

অপরদিকে রাত ৮টার দিকে মুরসানও একইভাবে কীটনাশক পান করেন। তাকেও দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়।

 

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শাওন জানান, “দুইজন এসএসসি পরীক্ষার্থী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বিষমুক্ত করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, তিনি এ বিষয়ে এখনও কোনো লিখিত তথ্য পাননি। হাসপাতালে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।