যশোর প্রতিনিধি
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অসাধারণ সাফল্যের নজির গড়েছে যশোরের মণিরামপুর উপজেলার লিতুন জিরা। জন্ম থেকে হাত-পা ছাড়া এই মেধাবী শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেছে। তার এই অর্জনে পরিবার ও এলাকা জুড়ে বইছে আনন্দের বন্যা।
লিতুন জিরার বাড়ি মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামে। বাবা হাবিবুর রহমান ও মা জাহানারা বেগমের দুই সন্তানের মধ্যে সে ছোট। বড় ভাই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় লিতুন জিরা। ছোটবেলা থেকেই লেখাপড়ায় অসাধারণ আগ্রহ ও মেধার পরিচয় দিয়ে এসেছে সে। পিইসি ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি প্রাথমিক বৃত্তি অর্জন করে। নিয়মিত শ্রেণিতে প্রথম স্থান অধিকার করাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রেখেছে চমকপ্রদ অবদান।
২০২৩ ও ২০২৪ সালে উপজেলা পর্যায়ে ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতায়’ পরপর দুইবার চ্যাম্পিয়ন হয় লিতুন। ২০২৩ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করে। একই বছরের ৪ জানুয়ারি খুলনা বেতারে গান পরিবেশনের সুযোগও পেয়েছিল সে।
লিতুন জিরার মা জাহানারা বেগম বলেন, “জন্মের পর মেয়ের ভবিষ্যৎ ভেবে অনেক রাত কান্না করেছি। ভাবতাম, যার হাত-পা নেই, সে বড় হয়ে কী করবে? আজ সে যেভাবে মেধা দিয়ে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা গর্বিত।”
অদম্য লিতুন জিরা জানায়, তার স্বপ্ন চিকিৎসক হওয়া। সে বলে, “আমি চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই। আমার এই পথচলায় সবার দোয়া চাই।”
শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় আর স্বপ্নে ভর করেই এগিয়ে চলেছে লিতুন জিরা। তার এই সাফল্য শুধু নিজের নয়, গোটা সমাজের জন্যই এক প্রেরণার গল্প।