Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাাজির বিরুদ্ধে: নাহিদ ইসলাম 

যশের প্রতিনিধি
জুলাই ১১, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

যশের প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে। এনসিপিকে লোকের ভয় দেখাবেন না। এনসিপি জণগনের সাথে ইনসাফ করা লোক চায়। জুলাই পদযাত্রার ১১তম দিনে ড়শুক্রবার বিকেলে যশোরে পথসভায় এ কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন, দুর্ণীতি যারাই করবে এমসিপি তাদের ছাড় দেবে না। যদি এনসিপির নেতাকর্মীরাও দুর্ণীতির সাথে যুক্ত হয় দল তাদের বিরুদ্ধেও মাঠি নামবে। আমাদের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাাজির বিরুদ্ধে।

 

শহরের জজকোর্ট ঈদগাহ মোড়ে এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত এ পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না। তিনি আরো বলেন, বাংলাদেশর মানুষ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু তাদের দাদাগিরি আমরা মেনে নিবোনা।

দলের উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণের মুখ্যসংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ স্থানীয় নের্তৃবৃন্দ।

 

এর আগে দিনের প্রথম কর্মসূচি হিসেবে শহরের রেলরোডস্থ চার খাম্বার মোড়ে একটি অভিজাত হোটেলে বেলা ১২টার দিকে শহীদ যশোরের জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন। পরে স্থানীয় মডেল মসজিদে জুম্মার নামায আদায় শেষে পদযাত্রায় মিলিত হন নের্তৃবৃন্দ।পদযাত্রাটি মুজিব সড়ক হয়ে পথসভাস্থলে এসে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। এসময় তাদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

পথসভা শেষে খুলনার উদ্দ্যেশে রওয়ানা হয় জুলাই পদযাত্রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।