আর.কে. বাপ্পা, দেবহাটা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শুক্রবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে একাধিক মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেন তিনি।
প্রথমে উপজেলার ১০ জন অসহায় ব্যক্তির হাতে ভ্যান তুলে দেন জেলা প্রশাসক। এরপর গৃহহীন ১৫টি পরিবারকে গৃহনির্মাণের জন্য ১ বান করে টিন এবং বান প্রতি ৩ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায় অধিদপ্তর, ঢাকা বাস্তবায়নাধীন “দুগ্ধ ঘাটতি দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় উপজেলার দুগ্ধচাষীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার এফ. এম. সেলিম আখতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মণ্ডল।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “আমাদের দেশ সবুজ-শ্যামলে ঘেরা সম্ভাবনাময় একটি দেশ। দুগ্ধচাষের মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণ ছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ রয়েছে। সরকারের নেয়া বিভিন্ন মানবিক প্রকল্পের সুফল পেতে হলে সেগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সখিপুর ও পারুলিয়ার দুগ্ধ সমবায় সমিতির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।