ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ দিবস ও বিএনপি নেতা ইউনুছ আলী ও মোহাব্বত আলী বিশ্বাসের হত্যাকারীদের বিচার দাবিতে অনুষ্ঠিত হলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে কালীগঞ্জের সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুল ইসলাম হামিদ। তিনি বলেন, “১৭ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হয়েছে। তবে ষড়যন্ত্র এখনো চলছে। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, কাজ করতে চাই। বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে, তারেক রহমানের নেতৃত্বেই জনগণের দল গড়ে তুলেছি।”
তিনি আরও বলেন, “কালীগঞ্জে আমাদের দুই নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও নজরুল ইসলাম, যুবদল নেতা মাহাবুবুর রহমান মিলন, ছাত্রদল নেতা বাবলুর রহমান, আশরাফুজ্জামান লাল, মাজহারুল প্রিন্স, নিহত ইউনুছ আলীর ভাই ইয়াকুব আলী বিশ্বাস, পৌর বিএনপির নেতা মিজানুর রহমান লান্টু এবং প্রভাষক এমএ মজিদ প্রমুখ।
সমাবেশে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় নিহত ইউনুছ আলীর মেয়ে জমিলা খাতুনের বক্তব্যে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার বাবার খুনিরা যেন আর মুক্তভাবে ঘুরে না বেড়ায়। তারেক রহমানের কাছে আমাদের পরিবারের বিচার চাচ্ছি।”
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে ফিরে আসে। এতে কালীগঞ্জসহ আশপাশের উপজেলার হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান।