Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫ হাজার টাকা

জেলা প্রতিনিধি,পঞ্চগড়
জুলাই ১১, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,পঞ্চগড়

পঞ্চগড় শহরের এম আর কলেজ রোডে অবস্থিত নিউ ডক্টর প্যাথলজি অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুলাই) বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ডায়াগনস্টিক সেন্টারটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস নিতু, সেনাবাহিনীর ক্যাপ্টেন খালিদ হোসেনসহ সেনা সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তারা।

 

আদালত সূত্রে জানা যায়, প্রশিক্ষিত টেকনিশিয়ান ছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট প্রদান এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রে সিরিয়াল নম্বর না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হয়। তাছাড়া, ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারের বিষয়েও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজী বলেন, “জেলা প্রশাসকের নির্দেশে জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।