মফিজুল ইসলাম, ঝিনাইদহ
ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাবলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম ফিরোজ, নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ বিশ্বাস এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক।
কর্মসূচির উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল হালিম খোকন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
বক্তারা আগামী দিনে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে বলেও জানান নেতারা।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে নেতা-কর্মীদের উচ্ছ্বাসে।