Nabadhara
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বি/ক্ষোভ মিছিল

নাইম উদ্দিন আকন, পিরোজপুর 
জুলাই ১৪, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

নাইম উদ্দিন আকন, পিরোজপুর 

সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি এবং গোপন সংগঠনের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, “স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে অতীতে যেমন রুখে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও ছাত্রদল রাজপথে থাকবে। আমরা কোনো গুপ্ত সংগঠন নই, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা তা প্রতিহত করব।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা অতীতে যেভাবে মাঠে ছিলাম, ভবিষ্যতেও সকল অন্যায়, ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবো।”

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “১৯৭১ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে যেমন অপশক্তিকে রুখে দিয়েছিলাম, আজও ছাত্রদল ও বিএনপি মিলেই সকল অদৃশ্য ও গুপ্ত শক্তির বিরুদ্ধে লড়াই করবে। বাংলাকে কোনোভাবেই পিন্ডির গোলামে পরিণত হতে দেওয়া হবে না।”

তিনি আরও জানান, ঢাকায় নিহত এক তরুণ ছাত্রদলের কর্মসূচিতে সক্রিয় ছিলেন এবং তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব লাভলু গাজী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রায়হান রাজু, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রদল নেতারা জানান, দেশের চলমান সংকটে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ রক্ষায় সর্বাত্মক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।