মিলন সিদ্দিকী – ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে চাঁদাবাজি মামলার এক নাম্বার আসামী সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ রহমান শিমুলকে গ্রেফতারের জন্য , চিরুনি ও অভিযান চালিয়েছে প্রশাসন, জানাযায় পুলিশ বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ্য করে ১০/১২জনের নাম অজ্ঞাত দিয়ে মামলা করেন। মামলার এক নাম্বার আসামী হলেন, সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ রহমান শিমুল, ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন ও মোঃ শাহীনসহ ১০/১২ জন অজ্ঞাত । তারা সবায় সবায় সূয়াপুর ইউনিয়নের বাসিন্দা। মামলা সুত্রে জানা যায়, সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মজিবর রহমান দেলধা মৌজায় সরকারী ৬৩শতাংশ জমি লিজ নিয়ে ভোগদখলে করে আসছে।
২৭/০১/২৫গতইং তারিখে সেই জমিতে মাহফুজ রহমান শিমুল রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে তার লোকজন নিয়ে জমিতে গিয়ে সাইনেবাড লাগিয়ে ৫লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু মজিবর তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়া এলাকার বিভিন্ন মানুষের জমি ক্রয়বিক্রি ও ভবন নির্মাণ এবং সাধারণ মানুষদের রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়সহ চাঁদা দাবি করেন তারা। তাদের ভয়ে কেউ মামলা করতে সাহস পায় না।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সূয়াপুর এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিমুল ও ইউপি সদস্য মোতালেব এবং শাহীন সাধারণ মানুষের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। তার আলোকে থানায় একটি মামলা হয়। সেই মামলায় আসামী সূয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতালেবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    