হাসান শাহরিয়ার পল্লব,(পত্নীতলা) নওগাঁ
নওগাঁর পত্নীতলা এবং সদর উপজেলা থেকে অনলাইনে প্রতারণার অভিযোগে মোঃ নোমান ইসলাম (১৯) এবং মোঃ সৈকত হোসেন (২৯) নামে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। তারা উভয়েই রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার পলাতক আসামি ছিলেন।
র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় পত্নীতলা থানার চক-কাদিয়া এলাকায় অভিযান চালিয়ে হরিপুর গ্রামের আব্দুর রকিবের ছেলে মোঃ নোমান ইসলামকে আটক করা হয়। একইসঙ্গে নওগাঁ সদর থানার কৃত্তিপুর এলাকা থেকে তাসকান্দি গ্রামের লেলিন মন্ডলের ছেলে মোঃ সৈকত হোসেনকেও গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মিরপুর সেনানিবাস এলাকার মৃত রহমত আলীর ছেলে জয়নুল আবেদিনের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে যোগাযোগ করে অভিযুক্তরা তাকে অনলাইনে কাজের প্রলোভন দেখান। একপর্যায়ে তারা জয়নুলের কাছ থেকে কৌশলে মোট ১১,১৫,৪২০ টাকা হাতিয়ে নেয়। পরে আরও ১০ লক্ষ টাকা দাবি করলে জয়নুল প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং ডিএমপির পল্লবী থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় পল্লবী থানায় মামলা নং-৪৬, তারিখ-১৬/০৫/২০২৫, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের ডিএমপির পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।